এখন অনেকেই PubG Mobile গেমটা খেলে থাকেন এবং অনেকেই এর জন্য Royal Pass কিনে থাকেন। রয়েল পাস কিনার জন্য অনেকেই বিভিন্ন ধরনের অনলাইন শপ বা বিভিন্ন ধরনের ফেসবুক পেজ থেকে UC কিনে থাকেন। এদের অনেকেই আবার বিশ্বাসযোগ্য না, যারা অনেকের টাকা মেরে দিচ্ছে। এখন কথা হচ্ছে, কেমন হয় যদি আপনি নিজেই ঘরে বসে PubG UC কিনেন?
হ্যা, আজকে আমি আপনাদের বলব কিভাবে আপনি নিজেই মাত্র ৫ মিনিটের মধ্যেই আপনার Bkash দিয়ে PubG UC কিনবেন।
UC কিনার জন্য আমরা একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েব সাইট ব্যাবহার করব। এই ওয়েব সাইটটি বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। সাইটটি হলঃ www.codashop.com
এটি একটি ইন্টারন্যাশানাল ওয়েব সাইট।

এটি বাংলাদেশ সহ ছবিতে দেখানো দেশগুলোতেও অনেক জনপ্রিয়। PubG ছাড়াও আরো বিভিন্ন গেমের জন্য কেনাকাটা করতে পারবেন এই ওয়েব সাইট থেকে। যেমনঃ free fire, mobile legends, lords mobile, Saint Seiya, Legacy of Discord, Era of celestials গেমের কেনাকাটা করতে পারবেন এখন থেকে।
UC কিনা জন্য প্রথমে যানঃ www.codashop.com/bd
এবার এখান থেকে PubG সিলেক্ট করুন

এবার UC সিলেক্ট করে আপনার ইমেইল দিয়ে Buy Now এ ক্লিক করুন।

এখন pay with bkash সিলেক্ট করতে হবে

তারপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে Proceed এ ক্লিক করুন

এবার ভেরিফিকেশন কোড দিন

তারপর আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে Confirm এ ক্লিক করুন

এখন Codashop এ আপনার কাজ শেষ। এবার PubG ID তে লগইন করতে হবে।

এখন আপনি এরকম একটি মেসেস দেখতে পারবেন। এখানে আপনাকে একটি Redeem Code দেওয়া হবে। এটি আপনার ইমেইলেও পাঠানো হবে।

কোড Redeem করার জন্য এই সাইটে ভিসিট করুনঃ Redeem Code here
ওয়েব সাইটে যাওয়ার পর এখনে আপনার PubG ID code দিয়ে Ok করুন

এবার এখান থেকে Voucher Code সিলেক্ট করে Next এ ক্লিক করুন

এবার এখানে Redeem Code দিয়ে Pay Now ক্লিক করুন

এবার আপনি আপনার PubG Mobile Game ওপেন করেন দেখুন আপনার UC এড হয়ে গেছে।
এভাবেই আপনি নিজেই UC বা Royal Pass কিনতে পারবেন। এর ফলে আপনাকে অন্য কাউকে টাকা দিয়ে অপেক্ষা করতে হবে না বা টাকা নিয়ে কোন টেনশন করতে হবে না। এই সাইটটি নিরাপদ এবং জনপ্রিয়।
সাথে থাকার জন্য ধন্যনাদ।
Releted Tegs: pubg uc buy bd, how to buy uc in pubg mobile in bangladesh, how to buy pubg uc in bangladesh, how to buy pubg in bangladesh, pubg uc price in bangladesh, how to buy elite pass in pubg mobile in bangladesh, how to buy royal pass in pubg mobile in bangladesh, pubg uc bd.
Releted Post: PubG Mobile 0.15.0 Update